বৈশিক উঞ্চতারোধে চাঁপাইনবাবগঞ্জে ‘আর্থ আওয়ার’ কর্মসূচি পালন

63

জলবায়ু পরিবর্তণের অন্যতম কারণ বৈশ্বিক উঞ্চতারোধে চাাঁপাইনবাবগঞ্জে আর্থ আওয়ার কর্মসূচি পালন করেছে স্কাউটস সদস্যরা। আজ সকাল ১১টার থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী চাঁপাইনবাবগঞ্জ ক্লাব সুপার মার্কেটের সামনে কর্মসূচি পালিত হয়। এ সময় সকলক্ষেত্রে বিদ্যূৎ ব্যবহারে মিতব্যয়ী ও সাশ্রয়ী হওয়া,পরিবেশ দূষণ রোধ, পাবলিক প্লেস পরিচ্ছন্ন রাখার জন্য সচেতনতামূলক প্ল্যাকার্ড ও পোস্টার প্রদর্শণ করেন অংশগ্রহণকারীরা। তারা পরিবেশ ধ্বংসের কারণ ও এর ফলাফল এবং পরিবেশ রক্ষার সুফল তুলে ধরেন। কর্মসূচিতে অংশ নেন জেলা স্কাউটস সহকারী কমিশনার আশরাফুল আম্বিয়া সাগর, জেলা সম্পাদক গোলাম রশিদ, জেলা স্কাউট লীডার খসরু পারভেজ, সদর উপজেলা কাব লিডার রাকিব উদ্দিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটস সদস্যরা।