বৈশাখী টেলিভিশনের বিশ বছর পূর্তি উদযাপন

বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখীর বিশ বছর পূর্তি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভা শেষে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
সুজনের সভাপতি আসলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন দৈনিক চাঁপাই দর্পণের সম্পাদক ও প্রকাশক আশরাফুল ইসলাম রঞ্জু, সিটিজে’র সভাপতি রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান, সিনিয়র সাংবাদিক ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ এবং আইনজীবী নূরে আলম সিদ্দিক আসাদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিটিজে’র সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল। সূচনা বক্তব্য প্রদান করেন বৈশাখী টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুল ওয়াহাব।
বক্তারা বলেন, গত দুই দশক ধরে বৈশাখী টেলিভিশন দেশের মানুষের কথা ও সমাজের বাস্তবতা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আগামীতেও বস্তুনিষ্ঠ, সাহসী ও জনস্বার্থভিত্তিক সংবাদ প্রচারে চ্যানেলটি অগ্রণী ভূমিকা রাখবে— এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপদ ও সহযোগিতাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সর্বদা পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
এর আগে বৈশাখী টেলিভিশনের বিশ বছর পূর্তি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রেস ক্লাবে এসে আলোচনা সভায় মিলিত হয়।