বেসরকারি মেডিকেলের ১০ ভাগ আসনে দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা চেয়ে রিট

185

দেশের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালসমূহে দরিদ্র রোগীদের বিনামূল্যে ১০ ভাগ শয্যা ও চিকিৎসার বিধান পালনে স্বাস্থ্য অধিদফতরের নীতিমালা বাস্তবায়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। আজ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আবু তৌহিদ ভূঁইয়া প্রিন্স। আগামী সপ্তাহে হাইকোর্টের বিচারপতি আশফাকুল ইসলাম ও মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।