Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

বেলজিয়াম নির্ভর থাকবে ব্রাজিলের বিপক্ষে

ব্রাজিলের বিপক্ষে চাপমুক্ত থেকে খেলার পরিকল্পনা রবের্তো মার্তিনেসের। আজার-লুকাকুদের শুরু থেকে ম্যাচটা উপভোগের পরামর্শও দিয়েছেন বেলজিয়াম কোচ। আগামী শুক্রবার কাজান অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ১২টায় রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হবে দুই দল।
শেষ ষোলোর ম্যাচে গত সোমবার মেক্সিকোকে ২-০ গোলে হারায় ব্রাজিল। একই দিনে জাপানের বিপক্ষে শুরুতে দুই গোলে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় নিয়ে সেরা আটে উঠে আসে বেলজিয়াম। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে ‘সেরা দল’ মেনে নিয়ে শিষ্যদের উপভোগের পরামর্শ দেন মার্তিনেস। প্রত্যাশার চাপ না থাকার কথাও জানান তিনি।
“আপনি যখন ব্রাজিলের বিপক্ষে খেলবেন, আপনার বোঝা দরকার তারা প্রতিযোগিতার সেরা দল। আমরা ম্যাচটা প্রথম মিনিট থেকে উপভোগ করতে পারি। আমি মনে করি না, কেউ প্রত্যাশা করে আমরা সেমি-ফাইনালে উঠব।” কোচের সঙ্গে অবশ্য সুর মেলাননি তমা মুনিয়ে। ‘এখনই অথবা কখনও নয়’-এমন ভাবনা নিয়ে দারুণ লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন বেলজিয়ামের এই ফরোয়ার্ড। “এটা দারুণ একটা ম্যাচ হবে। বেলজিয়ামকে এখনই দেখাতে হবে তাদের মেধাবী খেলোয়াড় আছে এবং যাদের তারা ‘সোনালী প্রজন্ম’ বলে ডাকে।”

Exit mobile version