Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

বেরোবিতে প্রথম বর্ষে ভর্তির আবেদন ২০ সেপ্টেম্বর থেকে

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া ২০ সেপ্টেম্বর (রাত ১২টা) থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ১০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ২৭ আগস্ট বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভা কক্ষে উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় পূর্ব নির্ধারিত প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২৬-৩০ নভেম্বরেই অনুষ্ঠিত হবে বলেও সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ২৬-৩০ নভেম্বর ২০১৭ তারিখে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের আওতায় ১ম বর্ষ স্নাতক (সম্মান), বিএসসি (ইঞ্জিনিয়ারিং) এবং বিবিএ প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির জন্য ইউনিটভিত্তিক এই পরীক্ষা নেওয়া হবে বলে জানা যায়।বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের সহকারী পরিচালক তাবিউর রহমান প্রধান বলেন, ভর্তি পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য আগামী ১৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.brur.ac.bd) পাওয়া যাবে।
Exit mobile version