বেনাপোলে তীব্র দাবদাহ, ঘর থেকে বের হতে পারছে না মানুষ

15

প্রচণ্ড দাবদাহের কারণে বাজারের অর্ধেক দোকান বন্ধ রয়েছে। খাঁখাঁ করছে রাস্তাঘাট। বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে যাচ্ছে না। দরিদ্র মানুষের অবস্থা খুবই খারাপ। দিন মজুররা উপার্জনের জন্য ঘর থেকে বের হতে পারছেন না। রিক্সা ভ্যান শূন্য রাস্তাঘাট। তীব্র দাবদাহে পুড়ছে বেনাপোলসহ আশপাশের এলাকা। আজ দুপুরের দিকে গুগলে বেনাপোল অঞ্চলের ৪১.৪ ডিগ্রি তাপমাত্রা দেখালেও অনুভূত তাপমাত্রার পরিমাণ ৪২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের খবর অনুযায়ী আগামীকাল রবিবার বেনাপোল অঞ্চলের তাপমাত্রা ১ ডিগ্রি বেড়ে ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। রোদের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ঝরে পড়ছে লিচুসহ আমের মুকুল। ইরি ধানের ক্ষেত শুকিয়ে চৌচির হয়ে গেছে। ধান কাটার মৌসুমে পানির সংকট মারাত্মক আকার ধারণ করেছে। টিউবওয়েল দিয়েও পানি উঠছে না। গভীর এবং অগভীর নলকূপ গুলো ২৪ ঘণ্টা চালু রেখে জমিতে সেচ দিতে হচ্ছে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে বেনাপোলসহ আশপাশের এলাকায় আগামী কয়েকদিন তাপমাত্রার পরিমাণ আরও বাড়তে থাকবে।