বেতার ও জলবায়ু পরিবর্তন প্রতিপাদ্যে রাজশাহীতে বিশ্ব বেতার দিবস উদযাপিত

বেতার ও জলবায়ু পরিবর্তন প্রতিপাদ্যে বিশ্ব বেতার দিবস পালিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ বেতার রাজশাহীর আয়োজনে বেতার প্রঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে আলোচনা সভায় মিলিত হয়। দুই পর্বের অনুষ্ঠানে প্রথমে আলোচনা সভায় বাংলাদেশ বেতার রাজশাহীর আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জুন মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব। এসময় আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: খন্দকার মো: ফয়সল আলম, উপ আঞ্চলিক প্রকৌশলী মমতাজ পারভীন, উপ আঞ্চলিক পরিচালক জাহাঙ্গীর আলম, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক সুলতানা পারভীন, আঞ্চলিক প্রকৌশলী গোলাম মুক্তাদির, রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, সহকারি স্টেশন ম্যানেজার রেজাউল করিম, সহকারী প্রযোজক (অনুষ্ঠান ও খবর) সোনিয়া শীল সহ বিভিন্ন কমিউনিটি রেডিওর কর্মকর্তা, কলাকুশলী, বিভিন্ন এলাকা থেকে আগত শ্রোতা, শুভানুধ্যায়ীবৃন্দ। দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।