Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

বেজোস সর্বকালের শীর্ষ ধনী

বিশ্বের সর্বকালের সবচেয়ে শীর্ষ ধনীর স্থান দখল করেছেন মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন এর প্রধান নির্বাহী জেফ বেজোস। ব্লুমবার্গ আর ফোর্বস- দুটি প্রকাশনাই তাদের শীর্ষ ধনকুবেরদের তালিকায় সবার উপরে বেজোস-এর নাম রেখেছে। ব্লুমবার্গ-এর তালিকায় বেজোস-এর মোট সম্পদের পরিমাণ ১০,৬০০ কোটি ডলার আর ফোর্বস-এর তালিকায় ১০,৫০০ কোটি ডলার দেখানো হয়। এর আগে শীর্ষস্থান ছিল মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস-এর দখলে। সর্বকালের সেরা ধনী হওয়ার রেকর্ডটাও তারই দখলে ছিল। ১৯৯৯ সালে ১০ হাজার কোটি ডলার মূল্যের সম্পদ নিয়ে এই রেকর্ড গড়েছিলেন তিনি। দুই প্রকাশনার তালিকাতেই শীর্ষ পাঁচ ধনীর একই নাম পাওয়া যায়। বেজোস-এর পর ক্রমান্বয়ে বাকি চারজন হচ্ছেন- বিল গেটস, বার্কশায়ার হ্যাথাওয়ে’র প্রধান ওয়ারেন বাফেট, ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ আর ফ্যাশন ব্র্যান্ড জারা-এর সহ-প্রতিষ্ঠাতা অ্যামানসিও অরটেগা।

Exit mobile version