বেওয়ারিশ হিসেবে রাজশাহীতে দাফন ৫ জঙ্গির মরদেহ

267

গোদাগাড়ী উপজেলার বেনীপুর গ্রামের জঙ্গি আস্তানায় নিহত ৫ জঙ্গির মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। শনিবার বিকেলে রাজশাহী নগরীর হেতেমখাঁ কবরস্থানে ৫ জনকে দাফন করা হয়। এর আগে শনিবার দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে মরদেহগুলো দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হয়। পরিবারের পক্ষ থেকে মরদেহ গ্রহণ করতে অস্বীকৃতি জানানোর কারণে কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে তাদেরকে দাফন করা হয়েছে। রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আব্দুর রাজ্জাক খান জানিয়েছেন, নিহতদের পরিবারের কাছে মরদেহগুলো নেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল। কিন্তু তারা মরদেহ নিতে রাজি হয়নি। কোয়ান্টাম ফাউন্ডেশনের রাজশাহী কার্যালয়ের অর্গানিয়ার এনায়েত কবির মিলন জানিয়েছেন, দুপুরে তারা মরদেহগুলো বুঝে পেয়েছেন। তাদের ব্যবস্থাপনাতেই নিহত পাঁচ জঙ্গির মরদেহ দাফন করা হয়েছে। এ সময় গোদাগাড়ী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে ময়নাতদন্তকারী চিকিৎসক ডা, এনামুল হক জানিয়েছেন, গোদাগাড়ীর বেনীপুরে জঙ্গি আস্তানায় নিহত ৫ জনই বোমা বিস্ফোরণে মারা গেছে। এদের মধ্যে আল আমিন বোমা বহনকারি ছিলো বলে ধারণা করা হচ্ছে। শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দ্বিতীয়বারের মতো মরদেহ দেখে এমন তথ্য দিয়েছেন তিনি। তিনি আরো জানিয়েছেন, ঐ বাড়ির মালিক সাজ্জাদ হোসেন পুলিশের গুলিতে মারা গেছেন। তার স্ত্রী বেলি ও মেয়ে কারিমার শরীরে বোমা ও গুলির চিহ্ন পাওয়া গেছে। সাজ্জাদের ছেলে আল আমিন ও জঙ্গি নেতা আশরাফুল মারা গেছে বোমার আঘাতে। উল্লেখ্য, গোদাগাড়ী উপজেলার বেনীপুর গ্রামে বৃহস্পতিবার জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানকালে ৫ জঙ্গি নিহত হয়। এ অভিযানে জঙ্গিদের হামলায় আব্দুল মতিন নামে ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছে। বুধবার রাত থেকে পুলিশ অভিযান শুরু করে। শুক্রবার দুপুরে অভিযানের সমাপ্তি হয়।