৫ আগস্ট থানা থেকে লুট হওয়া বুলেটপ্রুফ জ্যাকেট ও ওয়াকিটকি উদ্ধার

জয়পুরহাট সদর থানায় গত বছরের ৫ আগস্ট অগ্নিসংযোগ ও লুটের ঘটনায় হারিয়ে যাওয়া বুলেটপ্রুফ জ্যাকেট ও ওয়াকিটকি উদ্ধার করেছে র‌্যাব-৫। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি দল সদর উপজেলার পশ্চিম দেবীপুর এলাকায় এ অভিযান চালায়।

র‌্যাব জানায়, অভিযানের সময় দুষ্কৃতকারীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে পরিত্যক্ত অবস্থায় নেভি ব্লু রঙের একটি বুলেটপ্রুফ জ্যাকেট (যার গায়ে “POLICE” লেখা) এবং একটি ওয়াকিটকি (Vertex Standard লেখা) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সরঞ্জাম জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় উল্লাসের সময় দুর্বৃত্তরা জয়পুরহাট সদর থানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও লুটপাট করে। এ সময় থানায় থাকা আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জামাদি লুট হয়ে যায়।

ইতোমধ্যে র‌্যাব-৫ এর অভিযানে থানার লুট হওয়া অস্ত্র ও সরঞ্জামের মধ্যে ২১ রাউন্ড তাজা গুলি, একটি সাউন্ড গ্রেনেড ও দুইটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। সর্বশেষ বুলেটপ্রুফ জ্যাকেট ও ওয়াকিটকি উদ্ধারের মাধ্যমে উদ্ধার অভিযান আরও এগিয়েছে।

র‌্যাব জানিয়েছে, লুট হওয়া বাকি অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে। একইসাথে এলাকাবাসীকে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।