‘বুদ্ধিমান’ সাকিবের উচ্ছ্বসিত প্রশংসায় সাকলাইন

119

তিনি পাকিস্তানের কিংবদন্তি স্পিনার। ‘দুসরা’র মত অস্ত্র আবিষ্কার করে স্পিন বোলিং শিল্পটাকেই বদলে দিয়েছেন সাকলাইন মুশতাক। তার কথার আলাদা কদর তো আছেই।

আর এমন একজন যখন সময়ের সেরা স্পিনারদের তালিকা করেন, সেই তালিকা কারই বা চোখ এড়াবে!সাকলাইনের মতো কিংবদন্তি তার সেরার তালিকায় টেনে এনেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের নামটিও। সাকিবকে ‘বুদ্ধিমান স্পিনার’ আখ্যা দিয়েছেন তিনি। ক্রিকেট পাকিস্তানকে দেয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেন পাকিস্তানের সাবেক অফস্পিনার।

সাক্ষাৎকারে সাকলাইন একে একে তুলে ধরেছেন এই সময়ে তার পছন্দের স্পিনারদের নাম। এই তালিকায় তিনি টেস্ট ফরমেটে সেরা মনে করেন অস্ট্রেলিয়ান নাথান লায়নকে।

এই অফস্পিনারকে নিয়ে সাকলাইন বলেন, ‘বড় দৈর্ঘ্যের ম্যাচে আমার মতে বিশ্বের সেরা স্পিনার এখন নাথান লায়ন। সে বড় সব দলের বিপক্ষে সফলতা পেয়েছে। এমনকি স্পিনে ভালো খেলা ভারত ও পাকিস্তানের সঙ্গেও তার রেকর্ড ভালো।’

এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও কুলদ্বীপ যাদব প্রসঙ্গে সাকলাইন বলেন, ‘অশ্বিনও ভালো বোলার, তবে ঘরের মাঠে। আর সীমিত ওভারের ক্রিকেটে কুলদ্বীপ সত্যিই অসাধারণ স্পিনার এবং তার মাঝে ক্রিকেটের জ্ঞানও আছে।’

তারপরই এসেছে সাকিব প্রসঙ্গ। একটা সময় বাংলাদেশ দলের স্পিন কোচ হিসেবে কাজ করেছেন। সেই অভিজ্ঞতা থেকে সাকলাইন বলেন, ‘সাকিব আল হাসান খুবই বুদ্ধিমান বোলার। আমি বাংলাদেশে কাজ করার সময় তাকে খুব কাছ থেকে দেখেছি।’

সেরাদের এই তালিকায় নিজের দেশ পাকিস্তানের দুজন স্পিনারকে বেছে নিয়েছেন সাকলাইন। দুজনই লেগস্পিনার-শাদাব খান এবং ইয়াসির শাহ। তাদের নিয়ে দুসরার জনক বলেন, ‘পাকিস্তানে শাদাব (খান) অনেক প্রতিশ্রুতিশীল এবং আমার মনে হয় টেস্টেও সে ভালো করতে পারে। আর রেকর্ডই বলে ইয়াসির শাহ বিশ্বমানের স্পিনার।’