বীরমুক্তিযোদ্ধা আবদুর রশিদ আর নেই

শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বারোরশিয়া গ্রামের মৃত মুসলিম মন্ডলের ছেলে বীরমুক্তিযোদ্ধা আবদুর রশিদ সেন্টু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। আজ দুপুর ২টার দিকে নাচোলের কসবা এলাকায় অস্থায়ী বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল সকাল ১১টায় মরহুমের নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় নাচোলের কসবা কেন্দ্রীয় গোরস্থানে তার মরদেহ দাফন করা হবে। তিনি মহান মুক্তিযুদ্ধে ৭নং সেক্টরে মহদীপুর সাবসেক্টরে বীর শ্রেষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের অধীনে যুদ্ধ করেন।