বিয়ের আগে রক্ত পরীক্ষা বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টে রিট

294

বিয়ের আগে বর ও কনের রক্তে থ্যালাসেমিয়া রোগ ও কোনো মাদকের অস্তিত্ব আছে কিনা তা পরীক্ষা করা বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট সৈয়দা শাহীন আরা লাইলীর পক্ষে রিটটি করেন আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া। এ বিষয়ে রিটকারী আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া বলেন, সংবিধানের ২১ ও ৩২ অনুচ্ছেদ অনুযায়ী, নাগরিকের জীবন রক্ষায় রাষ্ট্রকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আর সে জন্য আদালতের কাছে নির্দেশনা চেয়ে রিটটি করা হয়।