বিস্কুটে ক্ষতিকর কেমিকেল দেয়ায় শিবগঞ্জে এক বেকারিকে জরিমানা

166

শিবগঞ্জে একটি বেকারিতে বিস্কুটের মধ্যে ক্ষতিকর কেমিকেল দেয়ায় ৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর এলাকার মেসার্স কুমিল্লা ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরিকে এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুর্লভপুরের মেসার্স কুমিল্লা ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরিতে আজ বেলা ২টার দিকে শিবগঞ্জ থানা পুলিশের সহায়তায় অভিযান চালানো হয়। সেখানে খাদ্যপণ্যে নিষিদ্ধ রাসায়নিক অ্যমোনিয়াম সালফেট (সাল্টু) মিশ্রণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪২ ধারায় বেকারি মালিককে ৮ হাজার টাকা জারিমানা আরোপ করে তা আদায় করা হয়। অভিযান শেষে জব্দকৃত ক্ষতিকর কেমিকেলগুলো ধ্বংস করা হয়। তিনি আরো জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।