Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

বিশ্ব বেতার দিবস আগামীকাল

বিশ্ব বেতার দিবস আগামীকাল। জাতিসংঘের ঘোষণা অনুযায়ী, এই বছর ৮ম বারের মত বাংলাদেশে স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিশ্ব বেতার দিবস পালিত হবে। এবারের প্রতিপাদ্য “সংলাপ, সহনশীলতা এবং শান্তি”। বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ২০১২ সাল থেকে বাংলাদেশে বিশ্ব বেতার দিবস পালিত হচ্ছে। বর্তমান সরকার আগামীর বাংলাদেশ হবে রেডিওর বাংলাদেশ- এই ¯ে¬াগানে ও উন্নয়নে রেডিওর অপরিসীম সম্ভাবনার দিকটি যথার্থভাবে বিবেচনা করে সরকার ইতোমধ্যে ২৮টি প্রাইভেট এফএম এবং ৩২টি কমিউনিটি রেডিওর অনুমোদন দিয়েছে। বিশ্ব বেতার দিবস উপলক্ষ্যে আগামীকাল সকালে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও রেডিও মহানন্দা এক র‌্যালীর আয়োজন করেছে। আর বিশেষ আলোচনা অনুষ্ঠান “বেতারের সাথে আমরা” সম্প্রচারিত হবে সন্ধ্যা ৬টায় ও রাত ১০ টায়। এছাড়া বিশ্ব বেতার দিবস নিয়ে বিশেষ প্রতিবেদন শুনতে পাবেন আগামীকাল বিকেল সাড়ে ৪টায় ও বৃহস্পতিবার রাত ৮ টায় রেডিও মহানন্দার ইচ্ছে দুয়ার অনুষ্ঠানের সাম্প্রতিকে।

Exit mobile version