বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপরিাচলক শুকলাল বৈদ্য এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিভিল সার্জন ডা. এ. কে. এম. শাহাব উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, সদর উপজেলা নির্বাহী অফিসার নূরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম, ছাত্রপ্রতিনিধি আব্দুর রাহিম, পরিবার পরিকল্পনা সহকারী তানজিলা খাতুন। সূচনা বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক আবু মাসুদ খান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মেডিকেল অফিসার ডা. নোশীন ইয়াসমিন। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন।’