বিশ্ব গ্লুকোমা সপ্তাহ উপলক্ষে আলোচনা

বিশ্ব গ্লুকোমা সপ্তাহ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ এই কর্মসূচির আয়োজন করে। সমিতির চেয়ারম্যান প্রকৌশলী খাদেমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমিতির ভাইস চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, সদস্য আব্দুল হান্নান ও বাদল আলী, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষ ডা. রুমানা আফরোজ লিয়া ও ডা. ইমরান জাভেদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চক্ষু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলী। বক্তারা বলেন- গ্লুকোমা রোগ হচ্ছে চোখের নীরব ঘাতক। আপনি বুঝতেই পারবেন না, ধীরে ধীরে আপনার চোখ নষ্ট হচ্ছে। তাই মাঝে মধ্যে চক্ষু বিশেষজ্ঞের কাছে গিয়ে চোখ পরীক্ষা করানো ভালো।