বিশ্বের জনপ্রিয় শোয়ের তালিকার চারে ‘ফ্যামিলি ম্যান’

27

আলোচিত ভারতীয় হিন্দি ওয়েব সিরিজ ‘ফ্যামিলি ম্যান’ ইন্টারনেট মুভি ডেটাবেজে (আইএমডিবি) বিশ্বের জনপ্রিয় টিভি শোয়ের তালিকায় চতুর্থ স্থান দখল করে নিয়েছে। ‘লকি’, ‘সুইট টুথ’, ও ‘ম্যায়ার অব ইস্টটাওন’-এর পর দ্য রাজ এবং ডিকে পরিচালিত সিরিজটির অবস্থান।

এদিকে ‘ফ্যামিলি ম্যান’র তৃতীয় সিজন নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা। এটি নিয়ে কাজ চলছে বলেও ভারতীয় সংবাদমাধ্যমকে জানান পরিচালকদ্বয়।

সিরিজের প্রধান অভিনেতা মনোজ বাজপেয়ীয়ের ক্যারিয়ারের অন্যতম সফল কাজ এটি। এছাড়া দ্বিতীয় সিজনে নেগেটিভ চরিত্রে অভিনয় করে প্রশংসায় ভাসছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্তা আক্কিনেনি। সিরিজটিতে পারিশ্রমিক হিসেবে মনোজ নিয়েছেন ১০ কোটি। নতুন পর্বের জন্য অভিনেতা নাকি নিজের পারিশ্রমিক বাড়িয়ে এক লাফে ২২ কোটি চাচ্ছেন বলেও গুঞ্জন রয়েছে!

অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া এই জনপ্রিয় ওয়েব সিরিজের ৩ নম্বর সিজনের শুরুর দিকটি ইতিমধ্যে আঁচ করে ফেলেছেন দর্শক। পরবর্তী সিজন যে করোনা ভাইরাসের পটভূমিকায় মধ্যে দিয়েই শুরু হবে তা দ্বিতীয় সিজনের শেষে বুঝিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী সিজনে চীনের যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে তারও ধারণা দেওয়া হয়েছে।