Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

বিশ্ববাজারে জ্বালানির দাম কমলো

কয়েক মাসের মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে সর্বনিম্ন হয়েছে। জ্বালানির সংবাদভিত্তিক প্রতিষ্ঠান অয়েলপ্রাইসডটকমের তথ্য অনুসারে, সোমবার (১৫ আগস্ট ২০২২) বিশ্ববাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ৪.৪৬ শতাংশ কমে ৯৩.৭৭ ডলার হয়েছে।  যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দর প্রতি ব্যারেলে ৪.৭১ শতাংশ কমে হয়েছে ৮৭.৭৫ ডলার। মারবান অপরিশোধিত তেলের মূল্য ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৯৩.৮৩ ডলারে। রয়টার্স জানায়, অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা চীনে চাহিদা কমার কারণেই এই মূল্যহ্রাস। এদিকে বিশ্বের সর্ববৃহৎ রফতানিকারক সৌদি আরবের জায়ান্ট প্রতিষ্ঠান আরামকো জানিয়েছে, সরকার চাইলে দৈনিক সর্বোচ্চ ১২ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদনে প্রস্তুত তারা।

Exit mobile version