বিশ্বকাপ ভাবনায় মাশরাফি

212

আগামী বছরের ৩০ মে থেকে ১৪ জুলাই ইংল্যান্ডে বসবে ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসর। প্রায় সাড়ে সাত মাস বাকি থাকলেও এখনই মাশরাফি মুর্তজার ভাবনায় ক্রিকেটের সবচেয়ে বড় ‘যুদ্ধ’। জিম্বাবুয়ে সিরিজ শুরু হওয়ার আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘সাকিব, তামিম, মুশফিক আর রিয়াদকে (মাহমুদউল্লাহ) নিয়ে কোনও ভাবনা নেই। মোস্তাফিজ আর লিটনও ইদানীং ভালো করছে।’
এদের বাইরে বাংলাদেশের বিশ্বকাপ পরিকল্পনায় কয়েকজন আছেন। মাশরাফি জানিয়েছেন, ‘আমাদের ভাবনায় সাইফউদ্দিন আর ফজলে রাব্বি আছে। সাকিবের কোনও সমস্যা হলে বাঁহাতি স্পিনের পাশাপাশি ভালো ব্যাটিং করতে পারে এমন একজনকে প্রয়োজন। তরুণরা কতটা দক্ষ তা দেখার জন্য তাদের সুযোগ দিতে হবে, আবার ম্যাচ হারা যাবে না এমন চিন্তাও মাথায় রাখতে হবে। এভাবেই বিশ্বকাপের জন্য দল গড়ে তুলতে হবে।’
শুক্রবার বিকেএসপিতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে রাব্বি ভালো করতে পারেননি, ফিরে এসেছেন ১৩ রান করে। তবে সাইফউদ্দিনের পারফরম্যান্স ভালোই, ৩২ রানের বিনিময়ে ৩ উইকেট। দুই তরুণ ক্রিকেটারকে নিয়ে মাশরাফির বিশ্লেষণ, ‘ঘরোয়া ক্রিকেটের মতো আন্তর্জাতিক ক্রিকেটে রান করা সহজ নয়। ঘরোয়া ক্রিকেটে অনেক রান করা রাব্বি প্রস্তুতি ম্যাচে কিছুটা নার্ভাস ছিল। থিতু হতে ওর কিছুটা সময় লাগবে, আর এ ব্যাপারে সবাইকে আন্তরিক হতে হবে। সাইফউদ্দিনও আগেও ভালো খেলেছে, অনেকদিন পর ফিরে কালও ভালো করলো। আশা করি, জাতীয় দলে সুযোগ পেলে সে ভালো করবে।’ বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার ফেরায় পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে। অতিথিদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মাশরাফি বলেছেন, ‘আমাদের জন্য সিরিজটা গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের আগে চারটি সিরিজ খেলার সুযোগ পাবো আমরা, যা আমাদের বিশ্বকাপ প্রস্তুতিতে কাজে লাগবে। জিম্বাবুয়ে সেরা দল পাঠানোয় আমাদের জন্য ভালোই হয়েছে।’