বিশ্বকাপ বাছাইপর্বে ‘ই’ গ্রুপে বাংলাদেশ

123

২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্বের ড্র আজ বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে। ড্রতে ‘ই’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। যেখানে লাল-সবুজের জার্সিধারীদের প্রতিপক্ষ শক্তিশালী কাতার, আফগানিস্তান, ভারত ও ওমান। জুনে বিশ্বকাপের প্রাকবাছাইয়ে লাওসকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে জায়গা করে নেয়ে বাংলাদেশ। যেখানে এশিয়ার সেরা ৪০টি দলের সঙ্গে বাংলাদেশও স্থান পায়। এই ৪০টি দলকে ড্রয়ের আগে পাঁচটি পটে রাখা হয়। সেখান থেকে মোট ৮টি গ্রুপের জন্য ড্র অনুষ্ঠিত হয়। প্রত্যেক গ্রুপে পাঁচটি করে দল নির্ধারিত হয়।ড্রয়ে ‘এ’ গ্রুপে পড়েছে ফিলিপাইন, মালদ্বীপ, চীন, সিরিয়া ও গুয়াম। ‘বি’ গ্রুপে- অস্ট্রেলিয়া, জর্ডান, চাইনিজ তাইপে, কুয়েত ও নেপাল। ‘সি’ গ্রুপে- ইরান, ইরাক, বাহরাইন, হংকং ও কম্বোডিয়া। ‌’ডি’ গ্রুপে- সৌদি আরব, উজবেকিস্তান, ফিলিস্তিন, ইয়েমেন ও সিঙ্গাপুর। ‘এফ’ গ্রুপে- জাপান, কিরগিজস্তান, তাজিকিস্তান, মায়ানমার ও মঙ্গোলিয়া। ‘জি’ গ্রুপে রয়েছে আরব আমিরাত, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। আর ‘এইচ’ গ্রুপে- দক্ষিণ কোরিয়া, লেবানন, উত্তর কোরিয়া, তুর্কমেনিস্তান ও শ্রীলংকা।

৫ সেপ্টেম্বর থেকে বিশ্বকাপ বাছাইপর্বের ময়দানি লড়াই শুরু হবে।