Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

বিশ্বকাপের জন্য ১ মাস যুদ্ধবিরতি চাইলেন ফিফা সভাপতি

ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সম্মেলনের হোস্ট ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বিশ্ব নেতাদের কাছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রসিডেন্ট থমাস বেক এবং আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে পরিচয় করিয়ে দেন। কাতার বিশ্বকাপ শুরুর আর পাঁচ দিন বাকি। বিশ্ব নেতাদের কাছে ফিফা সভাপতি শান্তির অঙ্গীকার করেছেন। টুর্নামেন্টের ১ মাস তিনি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, বিশ্বকে ঐক্যবদ্ধ করে ফুটবল। ওয়ার্ল্ড কাপ মানুষকে শান্তিতে ঐক্যবদ্ধ করার একটি উপলক্ষ।

Exit mobile version