বিশ্বকাপের ক্যাম্পে থাকছেন মাহমুদউল্লাহ

61

আসন্ন ভারত বিশ্বকাপকে ঘিরে বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও সংশ্লিষ্টরা। এ লক্ষ্যে সোমবার (৩১ জুলাই) থেকে শুরু হবে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। তবে এখনো স্কোয়াড ঘোষণা করেনি বিসিবি। এদিকে গত কয়েকটি সিরিজে বেশ কয়েকজন ক্রিকেটারকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছে বিসিবি। তবে দুশচিন্তার কারণ সাত নম্বর পজিশন। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে কে খেলবেন এই পজিশনে? টাইগার একাদশের গুরুত্বপূর্ণ এই জায়গা নিয়ে চলছে নানা আলোচনা। যেখানে আদর্শ ভাবা হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদকে। আলোচনায় আছেন আফিফ হোসেন ও সৌম্য সরকারও। যদিও টানা তিনটি আন্তর্জাতিক সিরিজ খেলেননি মাহমুদউল্লাহ। সবশেষ হজের কারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ মিস করেছেন। তবে তারও চোখ আছে এশিয়া কাপ, বিশ্বকাপে। সেজন্য জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার ছুটি কাটালেও একক অনুশীলন শুরু করেছেন ডানহাতি এই ব্যাটার। এদিকে বিশ্বকাপে অনিশ্চিত হলেও বাংলাদেশের কন্ডিশনিং ক্যাম্পে থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মিরপুরে ব্যক্তিগত অনুশীলনে ফেরার পর থেকেই গুঞ্জন ছিল স্কোয়াডে ফিরছেন তিনি। বোর্ডের একাধিক কর্তা জানিয়েছেন বিষয়টি নির্ভর করছে নির্বাচক প্যানেলের উপর।

আগামী সোমবার শুরু হচ্ছে টাইগারদের ফিটনেস ট্রেনিং। ৮ আগস্টের আগে ২০ সদস্যের দল দিতে চায় নির্বাচকরা। গুঞ্জন রয়েছে, বিতর্ক এড়াতেই নাকি রিয়াদকে কন্ডিশনিং ক্যাম্পের স্কোয়াডে রাখতে চায় নির্বাচকরা। তবে রিয়াদ যদি সত্যিই এশিয়া কাপ ও বিশ্বকাপ ভাবনায় থাকতেন তাহলে গত কয়েকটি সিরিজেও দেখা যেত তাকে। যেহেতু ছিলেন না, তাই আসন্ন বৈশ্বিক টুর্নামেন্টে রিয়াদের সম্ভাবনা কমই দেখছেন ক্রিকেট বিশ্লেষকরা।