বিশ্বকবি ও জাতীয় কবির জন্ম জয়ন্তী উপলক্ষে কবিতা আড্ডা
বাংলা সাহিত্যের দুই দিকপাল রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে আজ চাঁপাইনবাবগঞ্জে কবিতা আড্ডা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে অন্বেষণ সাহিত্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ স্কাউটস ভবনে এ আড্ডা অনুষ্ঠিত হয়। কবি ও নাট্যকার কামরুল আজাদের সঞ্চালনায় এবং অন্বেষণ সাহিত্য পরিষদের সভাপতি কবি জালাল উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে, প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের পিএইচডি অধ্যাপক মুহাম্মদ আলমগীর। এসময় আরো উপস্থিথ ছিলেন, ফুলকুঁড়ি ইসলামিক একাডেমীর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আল মামুন, কবি মাহবুব আলম, চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ আব্দুস সামাদ, কবি বিজহান অপু, কবি কবির বাদশাহ, কবি শফিকুল ইসলাম মজিদী, কবি আব্দুল আজিজ, কবি হারুণ উর রশিদ, কবি আব্দুল্লাহ্, সাহিত্য সংগঠক বদরুদ্দোজা আব্দুর রউফ, কবি জারিফ আজাদ, কবি শহিলুল আলম, কবি সাখাওয়াত, কবি আল মারুফ, কবি মুজিব আল মাউড়ী, কবি ফেন্সী খাতুনসহ স্থানীয় কবি ও সাংস্কৃতিক কর্মীবৃন্দ। এসময় কবিতা আবৃতি করেন, বাচিক শিল্পী রাশিদা আনজুম ও মাসুমা আনজুম।