01713248557

sm@radiomahananda.fm

LIVE
LIVE

বিশিষ্ট ব্যবসায়ী এরফান আলীর দাফন সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি এবং এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এরফান আলীর দাফন সম্পন্ন হয়েছে। আজ সকাল সাড়ে ৯টায় তার নয়াগোলাস্থ বাসভবনের পিছনে চাতালে প্রথম, এরফান গ্রুপ মসজিদের সামনে সকাল ১১টায় দ্বিতীয় এবং তার পৈত্রিক নিবাস নামোশংকরবাটির আব্দুল আজিজ গোরস্থান মাঠে দুপুর ২টায় তৃতীয় নামাজে জানাজার পর সেখানে তাকে দাফন করা হয়। জানাজায় সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, হারুনুর রশীদ হারুন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, মাওলানা আব্দুল মতিন, চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ, সিনিয়র সহ-সভাপতি মসিউল করিম বাবুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। উল্লেখ্য, গত ৩ নভেম্বর রবিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে বাংলাদেশ সময় ১১টা ২০ মিনিটে তিনি শেষ নিশ^াস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, এরফান আলী দীর্ঘদিন থেকে ক্যান্সার ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।