Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

বিরল হ্যাটট্রিকে কিউই পেসার রাই

স্বীকৃত ক্রিকেটে উইকেটের হ্যাটট্রিক প্রতিনিয়ত না ঘটলেও বিরল নয়। কিন্তু কিছু কিছু হ্যাটট্রিক বিরলের খাতায় নাম লেখায়। এই যেমন নিউজিল্যান্ডের পেসার মাইকেল রাই যা করে দেখালেন, তা ক্রিকেট ইতিহাসে আলাদা বলতেই হবে। তার পরপর তিন উইকেটের ভাগীদার হয়েছেন একই ফিল্ডার ডেল ফিলিপস। এই দুজনের নাম তাই উঠে গেছে রেকর্ড বুকে।

নিউজিল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডের ম্যাচে এমন ঘটনা ঘটেছে। রোববার ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে ওটাগোর ২৫ বছর বয়সী পেসার রাই হ্যাটট্রিক করেন। তার তিন শিকার- উইকেটকিপার-ব্যাটসম্যান ডেন ক্লিভার, জশ ক্লার্কসন ও ব্লেয়ার টিকনার। তিনজনই শর্ট লেগে ক্যাচ দিয়ে ফিলিপসের হাতে ধরা পড়েন।

২০১৮ সালে কাউন্টি ক্রিকেটে নটিংহ্যামশায়ারের বিপক্ষে সমারসেটের পেসার ক্রেইগ ওভারটনের টানা তিন বলে ক্যাচ নিয়েছিলেন মার্কাস ট্রেসকোথিক। ইংলিশ ক্রিকেটে সেটি ছিল ১০৪ বছরের মধ্যে প্রথম বোল্ডার-ফিল্ডার হ্যাটট্রিক! হ্যাটট্রিকের ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও ৩ উইকেট নিয়ে ৬৬ রানের জয়ে অবদান রাখেন। তার আরেকটি উইকেটও ক্যাচ নেন ফিলিপস।

Exit mobile version