Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

বিভিন্ন বিষয়ে ২দিনের প্রশিক্ষণ নিচ্ছেন প্রয়াসের ২৪ কর্মকর্তা

চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র উদ্যোগ কৌশল সম্প্রসারণ, আর্থিক বিশ্লেষণ, ঝুঁকি ব্যবস্থাপনা ও জেন্ডার সংবেদনশীল কর্মসূচি ব্যবস্থাপনা বিষয়ে দুদিনের প্রশিক্ষণ নিচ্ছেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির আরো ২৪ টি ইউনিটের ইউনিট ম্যানেজারগণ। আজ সকাল থেকে জেলা শহরের বেলেপুকুরের নকীব হোসেন মিলনায়তনে এ প্রশিক্ষণ শুরু হয়েছে। এটি প্রশিক্ষণের ৮ম ব্যাচ বলে জানানো হয়েছে। এসব বিষয়ে ইউনিট প্রধানদের আরো দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কর্মসূচিকে সফল বাস্তবায়নের লক্ষে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রশিক্ষণটি সমন্বয় করছেন কর্মসূচি ব্যবস্থাপক (প্রশিক্ষণ) আব্দুস সালাম। প্রশিক্ষণে ক্ষুদ্র উদ্যোগ ঋণ সম্প্রসারণ কৌশল নিয়ে আলোচনা করেন প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক তাকিউর রহমান, ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ পণ্য এবং ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন সহকারী পরিচালক তাজেমুল হক, ক্ষুদ্র উদ্যোগের সম্ভাব্যতা যাচাই ও তত্ত¡াবধান নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন জোন প্রধান আবুল কালাম আজাদ এবং জেন্ডার সংবেদনশীল কর্মসূচি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন আব্দুস সালাম ও মোমেনা ফেরদৌস। আগামী বিকেল ৫ টায় এই ব্যাচের এই প্রশক্ষণ সম্পন্ন হবে।

Exit mobile version