বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জেলায় বিশ্ব শান্তি দিবস পালিত

585

শান্তির স্ব-পক্ষে আমরা সবার জন্য মর্যাদা-সম্মান সুরক্ষা” এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শান্তি দিবস-২০১৭ উদযাপিত হয়েছে। পীস প্রকল্পের আওতায় রুপান্তরের সহাযোগীতায় ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির বাস্তবায়নে জেলার এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য রাশেদুল হাসান বলেন। এছাড়াও নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ, শাহনেয়মতুল্লাহ কলেজ, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়, হোগলা উচ্চ বিদ্যালয়, শংকরবাটি হেফজুল উলুম এফ কে কামিল মাদ্রাসা, শংকরবাটি উচ্চ বিদ্যালয়, রাজরামপুর হামিদুল্লা স্কুল, গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়, মুনসেফপুর ফাজিল মাদ্রাসায় এই দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও শিক্ষক সমাবেশের অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে, নাচোলে র‌্যালী, হ্যান্ডবিল, লিফলেট বিতরণ ও স্বাক্ষর অভিযান এবং আলোচনাসভার মধ্য দিয়ে বিশ্ব শান্তিদিবস পালিত হয়েছে। বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা ‘রূপান্তরের অর্থায়নে ও আসুসের সহায়তায় নাচোল সরকারি কলেজ, মহিলা ডিগ্রি কলেজ, বেগম মহসিন ফাযিল মাদরাসা ও মুন্সি হযরত আলী উচ্চবিদ্যালয়ের আয়োজনে আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচী পালিত হয়। এ বছরের প্রতিপাদ্য “শান্তির স্বপক্ষে আমরা: সবার জন্য মর্যাদা-সম্মান-সুরক্ষা” বিষয়কে সামনে রেখে পালিত এ কর্মসূচীতে স্ব-স্ব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীরা অংশ নেয়। আলোচনাসভায় বক্তব্য রাখেন, নাচোল সরকারি কলেজের অফিসার ইন্চার্জ (ভারপ্রপ্ত অধ্যক্ষ) হাফিজুর রহমান, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, বেগম মহসিন ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইসাহাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী আব্দুল মকিম, মুন্সি হযরত আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, বিএম ফাযিল মাদরাসার সহ-সভাপতি আলীগ নেতা আসরাফুল ইসলাম। এ ছাড়াও বক্তব্য রাখেন, প্রভাষক সফিকুল আলম, আসুসের নির্বাহী পরিচালক রাজকুমার শাও, রূপান্তরের মনিটরিংও এভ্যুলেশন অফিসার পিটম মোস্তাফি, আসুসের মনিটরিংও এভ্যুলেশন অফিসার দুলাল হুসেন এবং প্রকল্প সমন্বয়কারি আয়েশা খাতুন প্রমুখ।