বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক পরিশোধ করল রংপুর রাইডার্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের পর্দা ওঠার আগেই পেশাদারিত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিক দেওয়ার কথা থাকলেও, রংপুর রাইডার্স কর্তৃপক্ষ প্রথম ধাপেই নুরুল হাসান সোহান ও লিটন দাসদের হাতে তুলে দিয়েছে ৫০ শতাংশ পারিশ্রমিক।

বুধবার বসুন্ধরা স্পোর্টস সিটিতে দলের অনুশীলন চলাকালীন ক্রিকেটারদের এই পাওনা বুঝিয়ে দেওয়া হয়। বিপিএলের প্রচলিত নিয়ম অনুযায়ী, ক্রিকেটারদের পারিশ্রমিক দেওয়া হয় তিনটি ধাপে—শুরুতে ২৫ শতাংশ, টুর্নামেন্ট চলাকালীন ৫০ শতাংশ এবং বাকি ২৫ শতাংশ আসর শেষ হওয়ার এক মাসের মধ্যে। কিন্তু রংপুর রাইডার্স নিয়মের চেয়েও বেশি অর্থাৎ একবারে অর্ধেক টাকা পরিশোধ করে ক্রিকেটারদের মানসিকভাবে নির্ভার রেখেছে। বিপিএলের প্রতি আসরেই অনেক সময় পারিশ্রমিক নিয়ে বিতর্ক ও অসন্তোষ দেখা যায়। গত আসরেও সময়মতো পাওনা না পেয়ে অনুশীলনে নামেননি দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। তবে রংপুর রাইডার্স শুরু থেকেই ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা ও সুযোগ-সুবিধার ব্যাপারে বেশ সুনাম অর্জন করেছে।

ফ্র্যাঞ্চাইজিটির এমন আচরণে মুগ্ধ পাকিস্তানি তারকা খুশদিল শাহ। তিনি বলেন, “রংপুর রাইডার্সের ম্যানেজমেন্ট অত্যন্ত ভালো, আল্লাহর কাছে শুকরিয়া।” উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর। সিলেটে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও রাজশাহী ওয়ারিয়র্স। একই দিনে রাতের ম্যাচে লড়বে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।