বিনোদপুর ডিগ্রী কলেজে তিন শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত 

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে বিনোদপুর ডিগ্রী কলেজে ৩ জন শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদায়ী শিক্ষকগণ হলো,   মোহাঃ মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক দর্শন বিভাগ,  মহাঃ শাহজাহান, সহকারী অধ্যাপক জীব বিজ্ঞান বিভাগ ও  মহাঃ তৌহিদ উল আলম ,সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ । বৃহস্পতিবার সকালে বিনোদপুর কলেজে অবসর জনিত বিদায় সংবর্ধনা শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ  মুহাঃ সেফাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি  মহাঃ আসাদুজ্জামান। অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ  মহা তোহরুল আমীন এবং সহকারী অধ্যাপক মোঃ আলমগীর  প্রমূখ। দোয়া ও মোনাজাত শেষে অধ্যক্ষ সাহেব বিদায়ী শিক্ষকদের  হাতে উপহার সামগ্রী তুলে দেন ও মিষ্টিমুখ করেন।