বিনা উদ্ভাবিত বিনাতিল-৩ এর ওপর মাঠ দিবস

94

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্পজীবনকালীন তিলের জাত বিনাতিল-৩ সম্প্রসারণ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ‘বিনা’ চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্র সদর উপজেলার জামতলা গ্রামে এক কৃষকের ক্ষেতে এই মাঠ দিবসের আয়োজন করে।
বৃহস্পতিবার বেলা ১১টায় মাঠ দিবসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন- বিনা’র মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। বিনার চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আহমেদ নুমেরী আশফাকুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার, তেল-জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কানিজ তাসনোভা। সঞ্চালনা করেন বিনার চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. জুবায়ের আল ইসলাম।
বক্তারা বলেন, দেশে ভোজ্যতেলের উৎপাদন বৃদ্ধি করা এবং একই সাথে নিবিড় শস্য বিন্যাস চলমান রাখার লক্ষে বিনা উদ্ভাবিত স্বল্পজীবনকালীন ফসলের বিকল্প নেই। বিনা উদ্ভাবিত বিনাতিল-৩ উচ্চ ফলনশীল এবং স্বল্পজীবনকালীন হওয়ায় এই এলাকায় কৃষকের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
বিনাতিল-৩ জাতের বিশেষ বৈশিষ্ট্য হলো- গাছ শাখাবিশিষ্ট এবং প্রতি গাছে প্রাথমিক শাখার সংখ্যা ২-৪টি, বীজাবরণ হালকা কালো রঙের, বীজে তেলের পরিমাণ ৪৩ শতাংশ, জীবনকাল ৮৫-৮৭ দিন, জমি ও মাটি বেলে দো-আঁশ বা দো-আঁশ মাটি জাতটি চাষের জন্য উপযুক্ত তবে পানি নিষ্কাশনের সুবিধাযুক্ত অন্যান্য মাটিতেও জাতটি চাষ করা যায়। ফলনও ভালো। খরিফ-১ মৌসুমে মধ্য ফেব্রুয়ারি হতে মধ্য মার্চ (ফাল্গুন মাস) পর্যন্ত বপন করা যায়।