বিজয় দিবস উপলক্ষে পুরাতন ষ্টেডিয়ামে শুরু হয়েছে বিজয় মেলা

যথাযোগ্য মর্যাদায় এবং বিপুল আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে জেলার পুরাতন ষ্টেডিয়ামে শুরু হয়েছে ৩ দিনের বিজয় মেলা। মেলায় চারু-কারু, স্থানীয় শিল্পপন্যে ও বিভিন্ন পন্যের স্টলে রাত পর্যন্ত ভীড় করে মানুষ। মেলা মঞ্চে পরিবেশিত হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান, দেশাত্ববোধক গানসহ, বড় পর্দায় দেখানো হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।