বিজয়ের শেষ সিনেমা

দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জননয়গণ’। তাই ভক্ত-অনুরাগীদের মধ্যে স্বাভাবিকভাবেই তার শেষ সিনেমা ঘিরে কৌতূহল তুঙ্গে। অগ্রীম টিকিট নিয়েও ছিল দর্শক উন্মাদনা। সেই উন্মাদনা আবারও বাড়িয়ে দিয়েছে শনিবার মুক্তি পাওয়া ট্রেলার। তবে মুক্তির নির্ধারিত সময়ের তিনদিন আগেও নাকি সেন্সর ছাড়পত্র পায়নি সিনেমাটি। আগামী ৯ জানুয়ারি বড় পর্দায় আসার কথা থাকলেও বড় আইনি জটিলতায় পড়েছেন নির্মাতারা। এখন পর্যন্ত সিনেমাটি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন-এর চূড়ান্ত ছাড়পত্র পায়নি। ফলে মুক্তির আগে সব জায়গায় টিকিট বুকিং খোলাও সম্ভব হচ্ছে না। মঙ্গলবার দুপুরে মাদ্রাজ হাইকোর্টে ‘জননয়গন’-এর প্রযোজকদের একটি আবেদন শোনা হবে। সিনেমার তামিল সংস্করণ ছাড়পত্র না পাওয়া পর্যন্ত অন্য ভাষার সংস্করণগুলোও অনুমতি পাবে না। নির্মাতারা জানিয়েছেন, প্রায় এক মাস আগে পোস্ট-প্রোডাকশন শেষ করে ছবিটি সেন্সরে জমা দেওয়া হয়। ১৯ ডিসেম্বর সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের কিছু কাটছাঁট ও সংলাপ মিউট করার পরামর্শ দেয়। এরপর থেকেই প্রক্রিয়া জটিল হয়ে পড়ে।
ট্রেলারে ঝড়
এইচ বিনোথ পরিচালিত এ সিনেমায় বিজয়কে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাচ্ছে। দুই মিনিটেরও বেশি সময়ের ট্রেলারে দেখা যায়, বিজয় মা-বাবা ছোট্ট শিশুকে বড় করছেন। এক মুহূর্তে ছোট্ট মেয়েটি বিস্ময়ে জিজ্ঞেস করে, ‘আপনি একাই পুরো ব্যাটালিয়নকে হারিয়েছেন-আপনি কি সুপারম্যান?’ বিজয় নম্রভাবে জবাব দেন, ‘আমি একজন সাধারণ মানুষ, কিন্তু মানুষ বলে আমি যা করি তা সুপার।’ বিজয়ের চরিত্রের স্বপ্ন তাঁর মেয়ে সেনাবাহিনীতে যোগ দিক। কিন্তু মেয়েটির একটি গভীর ভয় রয়েছে, যা পরবর্তী সময় ‘অপারেশন ওএম’-এর সঙ্গে যুক্ত একটি ষড়যন্ত্রের সঙ্গে সম্পর্কিত বলে প্রকাশ পায়। এই ষড়যন্ত্রের নেতৃত্ব দিচ্ছেন খলচরিত্রে অভিনয় করা ববি দেওল। ছবির ট্রেলারে বিজয় অভিনীত চরিত্রটি রাজনৈতিকদেরও তীক্ষ্ণ সমালোচনা করে এই বলে, ‘মানুষের সেবার জন্য রাজনীতিতে প্রবেশ করার পরিবর্তে, আপনি নিরীহ জীবন লুটতে ও ধ্বংস করতে প্রবেশ করেন! মুক্তির পর থেকেই ছবিটি নিয়ে বিজয়ের ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। কেউ লিখেছেন, ‘এই বিজয়কেই চাই।’ কেউ আবার আরও সিনেমা করার অনুরোধ জানিয়েছেন বিজয়কে।
অগ্রীম টিকিট বিক্রির রেকর্ড
‘জননায়গন’ মুক্তি পেতে চলেছে আগামী ৯ জানুয়ারি। মুক্তির আগেই বিশ্বজুড়ে বক্স অফিসে রীতিমতো সাড়া ফেলেছে সিনেমাটি। ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুযায়ী, সিনেমাটি বিশ্বব্যাপী প্রি-সেল ইতিমধ্যেই প্রায় ৩৫ কোটি টাকা ছুঁয়েছে, যার মধ্যে বিদেশি বাজার থেকেই এসেছে ২৫ কোটিরও বেশি। মালয়েশিয়ায় মাত্র দুই ঘণ্টার মধ্যে ৫০ হাজার টিকিট বিক্রি হয়, যা মালয়েশিয়ায় কোনও ভারতীয় ছবির ক্ষেত্রে সবচেয়ে দ্রুত টিকিট বিক্রির রেকর্ড। এছাড়া নর্থ আমেরিকা ও যুক্তরাজ্যসহ অন্যান্য আন্তর্জাতিক বাজারেও ছবিটির অগ্রিম বুকিং দুর্দান্ত চলছে। সব মিলিয়ে বিদেশে ছবিটির আয় ২৫ কোটির বেশি ছুঁয়েছে। ভারতে প্রি-সেল প্রায় ৭ কোটি টাকা, যার মধ্যে কর্ণাটক থেকেই এসেছে ৪ কোটির বেশি। সবচেয়ে বড় বিষয়, এখন পর্যন্ত তামিলনাড়ু সহ ভারতের একাধিক রাজ্যে পুরোপুরি অগ্রিম টিকিট বুকিং শুরু হয়নি। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, সীমিত সংখ্যক শো থাকলেও শুধু তামিলনাড়ুতেই সিনেমটি ইতিমধ্যেই প্রায় ১ কোটি টাকার অগ্রিম বিক্রি করে ফেলেছে। আজ (মঙ্গলবার) থেকে সব রাজ্যে ‘জননায়গন’-এর অগ্রিম বুকিং শুরু হওয়ার কথা রয়েছে।
বিতর্ক
এর মধ্যেই আরও বড় বিতর্কের জন্ম দিয়েছে এক ঝলক দেখা একটি গুগল জেমিনি এআই লোগো। এই লোগোটি চোখে পড়া প্রায় অসম্ভব ছিল, একদম মিলিসেকেন্ডের জন্য স্ক্রিনে ভেসে উঠেছে। কিন্তু তীক্ষ্ণ নজরের নেটিজেনরা সেটিও ধরে ফেলেছেন। এক্স ও রেডিটে সেই স্ক্রিনশট ভাইরাল হতেই শুরু হয় সমালোচনার ঝড়।
‘টক্সিক’-এর সঙ্গে তুলনা
কারও কারও দাবি, ‘টক্সিক’ সিনেমার পোস্টারেও নাকি এআই ব্যবহারের চিহ্ন মিলেছে। ‘জননায়াগন’ ও ‘টক্সিক’-দুটি সিনেমাই একই প্রোডাকশন হাউসের হওয়ায় দুটো ছবির ভিজ্যুয়াল নিয়েও নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিজয়ের সঙ্গে ছবিতে আছেন পূজা হেগডে, ববি দেওল, গৌতম বসুদেব মেনন, প্রকাশ রাজ ও প্রিয়মণি। সূত্র: দ্য লাইভমিন্ট ডটকম ও দ্য ওয়াল