বিআরডিবি’র সমবায় সমিতির ৪২তম বার্ষিক সাধারণ সভা

চাঁপাইনবাবগঞ্জে পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি’র সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। ‎সভায় প্রকল্প সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে প্রকল্পের উন্নয়ন, নিয়মিত কিস্তি পরিশোধ, সুদের হার কমানো, সদস্যদের পরিবার ও প্রতিবেশীদের মধ্যে বাল্যবিবাহ রোধ, সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। ‎সাধারণ সভায় সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ১৪৩ জন সদস্য উপস্থিত ছিলেন।
‎চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে অতিথি ছিলেন— সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইয়াসিন আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাহিনুর আলম, সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, জাইকা কর্মকর্তা ইমরান আলী, সমবায় কর্মকর্তা আনিসুর আলীসহ অন্যরা।