বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও চাপ নেই যাত্রীদের

135

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজ সকাল থেকেই বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাস কোম্পানিগুলো। আগামী ২৬ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত অর্থাৎ ৭দিনের অগ্রিম টিকেট দেয়া হচ্ছে। তবে যাত্রীদের খুব একটা চাপ নেই কাউন্টারগুলোতে। তবে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ধারণা আগামীকাল থেকে যাত্রীদের চাপ বাড়বে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, এবারের ঈদে লম্বা ছুটি থাকায় সবাই একেবারে শেষদিকে বাড়ি যেতে পারে। সেক্ষেত্রে ৩০ এপ্রিল ও ১ মে’র টিকিটের বেশি চাহিদা থাকবে। অনলাইনে ৩০ শতাংশ টিকিট কেনার সুযোগ থাকায় মানুষ সেদিকে বেশি আগ্রহী বলে জানান তারা।