Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

বাশারকে পেছনে ফেলে নতুন মাইলফলকে মাশরাফি

লাল-সবুজের জার্সিতে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি। তার অধীনে বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নেয় টাইগাররা। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির নকআউট পর্বে খেলেছে বাংলাদেশ। দলকে এশিয়া কাপের ফাইনালে নিয়ে গেছে তার নেতৃত্ব। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ তার অধীনেই। আর লাল-সবুজের জার্সিতে এবার অন্যরকম কীর্তি গড়লেন টাইগার এই তারকা। এশিয়া একদশের হয়ে দুটি ম্যাচ বাদ দিলে আজ মাশরাফি নেমেছেন ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে ২০০তম ওয়ানডে ম্যাচ খেলতে। একই দিনে নতুন আরেকটি মাইলফলকও ছুঁয়ে ফেললেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি। সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে টস করতে নামার সঙ্গে সঙ্গেই মাশরাফি ছাড়িয়ে যান সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে। বাংলাদেশকে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দেওয়ার গর্বিত মাইলফলকটি ছুঁয়ে ফেললেন তিনি। তার নেতৃত্বে ৭০টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। এর আগে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সুমনের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন তিনি। মাশরাফির নেতৃত্বে খেলা ৭০ ম্যাচের ৩৯টিতেই জয় পায় টাইগাররা। ২৮টিতে হার নিয়ে মাঠ ছাড়ে আর ২টি ম্যাচে কোনো ফলাফল আসেনি। পেছনে ফেলা হাবিবুলের ৬৯ ম্যাচের নেতৃত্বের ২৯টিতে জয় এসেছে। আর হেরেছে ৪০টি।

Exit mobile version