বাল্যবিয়েকে ‘না’ বললেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা

36

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়েকে ‘না’ বলেছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা। বুধবার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা মিশনে অনুষ্ঠিত সচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি সংলাপে বাল্যবিয়েকে ‘না’ বলেন তারা।
সংলাপে প্রধান অতিথির বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেবেন্দ্র নাথ উঁরাও।
এসময় তিনি বলেন, সমাজের কুপ্রথা বাল্যবিয়ে, শিশুকালে কন্যাদের বিয়ে রোধ করতে সবাইকে সচেতন হতে হবে। কন্যাসন্তানকে বোঝা না ভেবে মানুষ ভাবতে হবে, তাদেরকে ভবিষ্যতের স্বপ্ন দেখাতে হবে। তারা যেন শিক্ষা-দীক্ষায় পুরুষের মতোই সমানভাবে এগিয়ে যেতে পারে, নিজের ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে; সেই স্বপ্ন দেখাতে হবে। এসময় স্কুলগামী মেয়েদের সাইকেল প্রদানের কথাও জানান ভারপ্রাপ্ত জেলা প্রশাসক।
আমনুরা মিশন এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত কমিউনিটি সংলাপে আরো উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, আদিবাসী নেতা হিংগু মুরমুসহ অন্যরা।