বাল্যবিয়ে বন্ধে শাহবাজপুরে চ্যাম্পিয়ন প্যারেন্টস ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাল্যবিবাহ বন্ধ করি দেশের উন্নয়নে নারীর অংশগ্রহণ নিশ্চিত করি- এই প্রতিপাদ্যে এফএসটিআইপির প্রকল্পের আওতায় শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদে চ্যাম্পিয়ন প্যারেন্টস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি ছিলেন, ইউএসএআইডি’স ফাইট স্লেভারি অ্যান্ড ট্রাফিকিং-ইন-পারসনস অ্যাকটিভিটি-উইনরক ইন্টান্যাশন্যাল প্রকল্পের রিজিওনাল কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুন। জেলা প্রজেক্ট অফিসার শহিদুল ইসলাম মুকুলের সঞ্চালনায় ও ইউপি সদস্য হুমায়ন কবিরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, প্রয়াসের এফএসটিআইপির প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক দুরুল ইসলাম, ইউপি সদস্য কাশেদ আলী, আব্দুর রশীদ, প্রভাষক নুরতাজ আলমসহ শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেনীর পেশাজীবী মানুষ। উল্লেখ্য, ক্যাম্পেইনে বাল্যবিয়ে প্রতিরোধ করে প্যারেন্টস চ্যাম্পিয়ন হওয়ায় তৈমুর রহমান, নাজমা বেগম ও মো: ইব্রাহিমকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানটি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।