বাল্যবিয়ে প্রতিরোধে গোমস্তাপুর ও নাচোলে রেডিও মহানন্দার শ্রোতাক্লাবের সদস্যদের সাথে মতবিনিময়

বাল্যবিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং প্রতিবন্ধী শিশু-কিশোর-কিশোরীর অধিকার বিষয়ে শ্রোতাক্লাবের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে গোমস্তাপুর উপজেলার রহনপুরের হঠাৎ পাড়া, ইসলামনগর, কাজীগ্রাম, ষাড় বুড়–জ, নন্দীপুর, কসবা, পুনরা চাঁদপুর, নাচোল উপজেলার কেন্দবোনায় এই মতবিনিময় সভার আয়োজন করে রেডিও মহানন্দা। এসময় উপস্থিত ছিলেন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-৭ রহনপুরের ব্যবস্থাপক জামাল উদ্দীন, রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিম, প্রযোজক নয়ন আলী, সহকারী প্রযোজক সোনিয়া শীল ও উম্মে আয়েশা সিদ্দিকা। উল্লেখ্য, বাল্যবিয়ে প্রতিরোধে ইউনিসেফের আর্থিক সহায়তায় এবং জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখা ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় রেডিও মহানন্দায় ১১ টি অনুষ্ঠান সম্প্রচার করা হয়।