01713248557

sm@radiomahananda.fm

LIVE

বাল্যবিয়ে ও শিশুদের ওপর সহিংসতা প্রতিরোধে পরিকল্পনা সভা

বাল্যবিয়ে ও শিশুদের ওপর সহিংসতা প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেকে বক্তৃতা করেন ইউনিসেফ রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান এ এইচ তৌফিক আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা তাছমিনা খাতুন। ইউনিনেফের কমিউনিকেশন ডেভেলপমেন্ট সিএডি অফিসার মঞ্জুর আহমেদ প্রকল্প সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন। মুক্ত আলোচনা অংশ নেন- রুট অব লাইফের প্রতিষ্ঠাতা আবু আব্দুল্লাহ কাফি, রুট অব লাইফের সভাপতি লাবনী আক্তার, বিডি ক্লিনের জেলার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ওয়ালিদ হাসান, নাচোলের আস্থা ফাউন্ডেশনের সভাপতি আলী আকবর, গ্রামপুলিশ ইসামাইল হোসেন। সভায় বাল্যবিয়ে প্রতিরোধে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।