বালিয়াডাঙ্গা সাধারণ পাঠাগারে পাঠচক্রের উদ্বোধন

সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালিয়াডাঙ্গা সাধারণ পাঠাগারে সাপ্তাহিক পাঠচক্রের উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে পাঠাগার চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আনিফ রুবেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গা সাধারণ পাঠাগারের কার্যকরী সদস্য শাহ আলম। শিক্ষক আল আমিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, পাঠাগার শাখা সম্পাদক মাসুদ রানা। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, পাঠচক্র উপকমিটির আহ্বায়ক কবি মারুফুল হাসান, বালিয়াডাঙ্গা পল্লী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক তোহিদুল হক, বালিয়াডাঙ্গা সাধারণ পাঠাগারের কার্যকরী কমিটির সদস্য মনিরুজ্জামান সুইট, বালিয়াডাঙ্গা ফাজিল মাদরাসার শিক্ষক এটিএম ফরহাদ রেজা, বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমিনুল হক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কবি পান্ডব মনদেহী, সম্মীর রিওম, গোলাম রাব্বানী মাসুদ, নিয়ামত ও প্রসেনসিৎ। পাঠচক্রে ইসলামের নবী মুহাম্মদ (স.) এর জীবনী গ্রন্থ সীরাতে ইবনে হিশাম আলোচিত হয়।