বালিয়াডাঙ্গায় ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটিকে শক্তিশালীকরণ ও বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন ঘোষনায় প্রারম্ভীক সভা

 বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদে “স্থায়ী কমিটিকে শক্তিশালীকরণ ও বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন ঘোষনার জন্য প্রারম্ভীক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান ডলারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশনের চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মি. জেমস বিশ^াস। এ অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো উন্নয়ন পরিকল্পনায় স্থায়ী কমিটিকে শক্তিশালীকরণ এবং বাল্য বিবাহমুক্ত ইউনিয়ন ঘোষনার লক্ষে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা। এসময় প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান ডলার বলেন, এটা খুব ভালো একটি উদ্দ্যোগ যা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ এপি আমাদের সাথে সহযোগী হিসাবে সহায়তা করছে। সেজন্য আমি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ এপি ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি চেয়ারম্যান হিসাবে সবাইকে অনুরোধ করতে চাই আপনারা বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন ঘোষনায় ও স্থানীয় কমিটিকে শক্তিশালীকরণের লক্ষ্যে ২টি বিষয়ে সর্বাত্বক সহাযোগীতা করবেন। ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার, মি. জেমস বিশ^াস বলেন যে, আমরা ১৬দিন ব্যাপি নারী নির্যাতন প্রতিরোধে প্রচারাভিযান এবং এবং শিশুদের জন্য ক্ষুধামুক্ত পৃথিবী ও পুষ্টি সমস্যা নিরোসনে প্রচারাভিযান ২০২৪ পরিচালনা করছি। আসুন আমরা সবাই মিলে যার যার অবস্থান থেকে সচেতন হই এবং শিশুদের সুন্দর জীবন গঠনে সহায়তা করি। উক্ত অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামের কর্মকর্তা মি. শ্যামল এইচ কস্তা, মি. সুজন গ্রেগরী এবং রিপন গমেজ এ কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহায়তা প্রদান করেন। সভাটির আয়োজন করে বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ।