বার্সা কোচের আরও খেলোয়াড় কেনার আশা

163

নতুন মৌসুম শুরুর আগে এবারের দল বদলে আরও খেলোয়াড় কেনার ইঙ্গিত দিয়েছেন বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভেরদে।
গত মঙ্গলবার ৪ কোটি ১০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে ফরাসি ক্লাব বোর্দো থেকে ব্রাজিলিয়ান উইঙ্গার মালকমকে দলে টানে বার্সেলোনা। গ্রীষ্মকালীন দল-বদলে এই নিয়ে তিনজন খেলোয়াড়কে দলে নিয়েছে লা লিগা চ্যাম্পিয়নরা। এর আগে ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার মেলো ও ফরাসি ডিফেন্ডার ক্লেমোঁ লংলেকে দলে টানে তারা।
আরও একজন সেন্ট্রাল মিডফিল্ডার খুঁজছে বার্সেলোনা। সংবাদ মাধ্যমের খবর, তারা পিএসজির আদ্রিওঁ রাবিওর প্রতি আগ্রহী। দলটাকে আরও শক্তিশালী করার দরকার বলে মনে করেন ভালভেরদে।
প্রাক মৌসুম টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে বাংলাদেশ সময় রোববার সকাল নয়টায় ক্যালিফোর্নিয়ার প্যাসেডিনার রোজ বোলে টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচটির আগে শুক্রবার সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন ভালভেরদে।
“যেকোনো সম্ভাবনার জন্যই আমরা উন্মুক্ত। এটা সত্যি যে, আমাদের মাঝমাঠের বড় কিছু খেলোয়াড় (আন্দ্রেস ইনিয়েস্তা ও পাওলিনিয়ো) চলে গেছে। তাই সম্ভবত আমরা আরও খেলোয়াড় চুক্তিভুক্ত করব।”
“আন্দ্রেস ও পাওলিনিয়ো চলে গেছে এটা মনে রেখে আমরা যথাসম্ভব সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক দল গড়ার চেষ্টা করব।”
কেমন ধরনের মিডফিল্ডার দলে পেতে চান – এমন প্রশ্নের জবাবে ভালভেরদে বলেন, “এটা কেবল আমার উপর নির্ভর করে না। ক্লাব ও যেসব খেলোয়াড় পাওয়া যাবে তার উপরও নির্ভর করে।”
“আমাদের খেলার ধরনের সাথে মানানসই খেলোয়াড়দের আমরা চাই। আমাদের এমন খেলোয়াড় দরকার যারা মাঠে খেলা তৈরি করতে পারে।”