জাভির সময় শেষ বার্সায়

46

ওই হারে কোপা দেল রে’ জয়ের আশা শেষ হয়ে গেছে জাভির দলের। বাকি দুই শিরোপার লড়াইয়ে ব্যাকফুটে আছে বার্সা। লা লিগায় ২০ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে তিনে আছে কাতালানরা। শীর্ষে থাকা জিরোনার থেকে তারা ৮ ও দুইয়ে থাকা রিয়ালের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে পিছিয়ে। মৌসুমে সম্ভাব্য চারটি শিরোপা জয়েরই লড়াইয়ে ছিল বার্সেলোনা। এখন কাতালানদের দুই শিরোপার আশা শেষ। সুপারকাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে বিধ্বস্ত হয়েছে জাভির দল। বুধবার তারা কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ৪-২ গোলের বড় ব্যবধানে হেরেছে। এই অবস্থায় বার্সার জন্য লা লিগার মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন দেখাও এক প্রকার পাপ। সব মিলিয়ে গত মৌসুমে লিগ জেতা বার্সার অবস্থা বেশ নড়বড়ে। আর ক্লাবের ফলাফল বাজে মানে কোচের জায়গাও টালমাটাল। এরই মধ্যে কোচ জাভি হার্নান্দেজের ওপর ফুটবলাররা আস্থা হারিয়েছেন বলে খবর বেরিয়েছে। কোপা দেল রে’র হারের মধ্যদিয়ে তার চাকরির সুতোয় টান পড়ে গেছে। বিষয়টি হয়তো বুঝতে পেরেছেন বার্সার কিংবদন্তি মিডফিল্ডার জাভিও। যে কারণে ম্যাচ শেষে অকপটে স্বীকার করেছেন, শিরোপা জিততে না পারলে চাকরি ছাড়তে হবে, এটা জানা কথা।
জাভি বলেন, ‘যখন কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালের ড্র হলো তখনই বলেছিলাম আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ। কারণ এক লেগের ম্যাচে সান মেমেস (অ্যাথলেটিকো বিলবাওয়ের মাঠ) থেকে জিতে ফেরা খুবই কঠিন। আমি এখন যেটা বলতে পারি, শিরোপা না জিতলে বা শিরোপার জন্য লড়াই করতে না পারলে আমাকে দায়িত্ব ছাড়তে হবে। জাভির বিদায় ঘণ্টা বেজে গেছে এমন প্রশ্নে তিনি বলেন, ‘আপনি বলছেন, বিদায় ঘণ্টা বেজে গেছে। আমি দায়িত্বে থাকবো কিনা সেটাও তো গুরুত্বপূর্ণ আলাপ। ম্যাচ না জিতলে যেকোন কোচের জন্য তা সিগনাল। আজ আমরা শিরোপার জন্য লড়াই করেছিলাম, কিন্তু বড় একটা দলের কাছে হেরেছি। মৌসুম শেষে আমরা যদি প্রতিযোগিতাপূর্ণ অবস্থানে না থাকি, আমি কোচের দায়িত্ব ছেড়ে দেব।