বারঘরিয়া ইউনিয়ন পরিষদের ১ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এই বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর মো. আল আমীন।
ঘোষিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন মিলিয়ে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১ কোটি ৬১ লাখ ৬১ হাজার টাকা। আর সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৬০ লাখ ৮০ হাজার ৮০০ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৮০ হাজার ২০০ টাকা।
বাজেটে ভৌত অবকাঠামো ও যোগাযোগ খাতে সর্বোচ্চ ৩৮ দশমিক ৬৭ শতাংশ, শিক্ষা খাতে ৪ দশমিক ০২ শতাংশ, স্বাস্থ্য ও পয়ঃনিষ্কাশনে ৩ দশমিক ২২ শতাংশ, দারিদ্র্য হ্রাসে ২৫ দশমিক ০৬ শতাংশ এবং নারী, শিশু ও যুব উন্নয়নে ১ দশমিক ৫৫ শতাংশ ব্যয়ের পরিকল্পনা রয়েছে।
উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা হাসান হাফিজুর রহমান বলেন, বাজেট একটি অংশগ্রহণমূলক প্রক্রিয়া। এতে জনগণের মতামত ও চাহিদার প্রতিফলন ঘটানো হয়। তাই উন্মুক্ত বাজেট সভার মাধ্যমে আমরা ইউনিয়নবাসীর সামনে পরিষদের পরিকল্পনা উপস্থাপন করি। আপনাদের প্রশ্ন, মতামত ও পরামর্শ আমাদের কাজের গতি বাড়ায় এবং স্বচ্ছতা নিশ্চিত করে। বাজেট উপস্থাপনের পর আয়োজিত মুক্ত আলোচনায় স্থানীয় জনসাধারণ অংশ নেন।
এ সময় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা।
সভায় চেয়ারম্যান হারুন-অর-রশিদ বলেন, এই বাজেট আমাদের এলাকার সার্বিক উন্নয়নের রূপরেখা। আপনাদের সহযোগিতা ও কর পরিশোধের মাধ্যমেই এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। আমরা চাই, বারঘরিয়া ইউনিয়ন একটি মডেল ইউনিয়নে পরিণত হোক। রাস্তা, ড্রেন, সুপেয় পানি, স্বাস্থ্য সেবা, শিক্ষা ব্যবস্থা ও কর্মসংস্থানে আমরা ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ। এই কাজে সবার অংশগ্রহণ ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ইউপি সদস্য আব্দুল্লাহ, তাসিকুল ইসলাম, আব্দুল মালেক, কালু উদ্দিন, সবুজ মিয়া, সবর আলী, নাসিম আলী, সেমাজুল ইসলাম, সুলেখা বেগম, নাসরিন বেগম পপি, রেবেকা বেগম ও পরিবার পরিকল্পনা পরিদর্শক পা-ব কুমার সিংহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।