বায়ুদূষণে শীর্ষে দিল্লি, সহনীয় পর্যায়ে ঢাকার বাতাস

ঢাকার বাতাসের মানের বেশ উন্নতি দেখা গেছে। বায়ুদূষণের তালিকায় শীর্ষ ১৫-এ নেই রাজধানী ঢাকা। গতকালের তুলনায় আজ এই শহরের বাতাসে ক্ষতিকর কণার পরিমাণ কম রেকর্ড করা হয়েছে। আজ বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআইয়ের সকাল ১০টার রেকর্ড অনুযায়ী, ঢাকার বায়ুমান ৯৩, দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৮তম। আজ বায়ুদূষণে শীর্ষে আছে ভারতের দিল্লি। আজ শহরটির বায়ুমান ২১০। দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে পাঁচে থাকা অন্য শহরগুলো যথাক্রমে-ইজিপ্টের কায়রো ১৭৪, নেপালের কাঠমান্ডু ১৭৪, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ১৬১, বাহরাইনের মানামা ১৫২।