বাবুডাইং ও চড়ইল বিলকে অভয়াশ্রম ঘোষণার দাবিতে পরিবেশ উপদেষ্টাকে স্মারকলিপি
চাঁপাইনবাবগঞ্জ সদর ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং বনভূমি ও গোমস্তাপুর উপজেলার চড়ইল বিলকে অভয়াশ্রম ঘোষণার দাবিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে সেভ দ্য নেচার। গত সোমবার সন্ধ্যায় রাজশাহী বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হাতে স্মারকলিটি তুলে দেয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে সদর ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অবস্থিত ‘বাবুডাইং বনভূমি’ ভূপ্রকৃতিগত কারণে সম্পর্ণ ভিন্ন ধরনের এলাকা। এখানে রয়েছে ছোট-বড় বেশ কিছু টিলা ও একটি খাড়ি (প্রাকৃতিক জলাধার)। এছাড়া বেশ কয়েকটি পুকুরও রয়েছে। এই এলাকাটি জীববৈচিত্র্যের আধার। বাবুডাইংয়ে ১২০ বছর পর ‘ব্রাউন ক্রেক’ পাখি দেখা গেছে ২০২০ সালের শুরুর দিকে। বর্তমানেও এই এলাকায় অবস্থান করছে। এখন পর্যন্ত এ পাখি বাংলাদেশের আর কোথাও দেখা যায়নি। এছাড়া দুই প্রজাতির নাটাবটের, দুই প্রজাতির রাতচরা পাখি, বুনো খরগোশ, বনবিড়াল, শিয়ালসহ নানা প্রজাতির বন্যপাণী ও পাখি রয়েছে। বিরল প্রজাতির পাখির ছবি তুলতে পাখি গবেষকরা প্রায়শই আসেন এখানে।
পাখি ও প্রাণীর জন্য খাড়ি হলো পানির প্রধান উৎস। জমির মালিকরা ফসলে বিষ প্রয়োগের পর বিষের প্যাকেট ওই খাড়িতে ফেলে। ওই প্যাকেটে থাকা বিষ খাড়ির পানিতে মিশে বিষাক্ত হতে পারে। তাছাড়া খাড়িতে রয়েছে কচ্ছপসহ নানান মেরুদ-ী ও অমেরুদ-ী প্রাণী, তারা ক্ষতিগ্রস্ত হতে পারে।
বাবুডাইংয়ের উদ্ভিদ জগৎ ধ্বংসের আরো একটি বড় কারণ পালের গরু চরানো। প্রতিদিন শত শত গরু চরে এখানে। গরু চরানোর কারণে সেখানে নতুন কোনো উদ্ভিদ জন্মাতে পারে না। ২০১৮ সালে জেলা প্রশাসন এবং আমরা সেভ দ্য নেচার, চাঁপাইনবাবগঞ্জের পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হয়। কিন্তু গরু চরানোর কারণে একটা গাছও রক্ষা করা সম্ভব হয়নি।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় বাঙ্গাবাড়ী ইউনিয়নের চড়ইল বিলেও দেশের খ্যাতনামা পাখি গবেষকরা আসেন। এই বিলটি জীববৈচিত্র্যের আধার। প্রতি বছর শীত মৌসুমে এখানে আসে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি। সেখানেও নানান কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর ও রাজশাহী গোদাগাড়ী উপজেলার বাবুডাইং বনভূমি এবং গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের চড়ইল বিলকে অবিলম্বে অভয়াশ্রম হিসেবে ঘোষণা করে ওই এলাকা দুটোর জীববৈচিত্র্য রক্ষা করার দাবি জানানো হয় স্মারকিলিপিতে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেনÑ চাঁপাইনবাবগঞ্জ সেভ দ্য নেচার’র প্রধান সমন্বয়ক সাংবাদিক রবিউল হাসান ডলার ও সমন্বয়ক তৌহিদুল ইসলাম।