বাবুডাইংয়ের কোল সম্প্রদায় পেল কমিউনিটি লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় “কোল কমিউনিটি লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার” এর উদ্বোধন করা হয়েছে। আজ সকালে ঝিলিম ইউনিয়নের বাবুডাইং বিল বৈল্ঠা আদিবাসী আদর্শ বে-সরকারি বিদ্যালয়ে এই লাইব্রেরি ও রিসার্চ সেন্টারের উদ্বোধন করা হয়। উই-কলিফ ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায় এবং বাংলাদেশ সাঁওতাল ফ্রেন্ডস আয়োজনে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে ন্যাশনাল এজেন্সি ফর গ্রিণ রিভ্যুয়েশন (এনজিআর)। এনজিআর এর নির্বাহী পরিচালক স্টেফান সরেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অস্ট্রেলিয়ার পরিদর্শক এলিজাবেথ বাকের ও ড্যানিয়েল বাকের এবং রেডিও মহানন্দার সহকারি স্টেশন ম্যানেজার রেজাউল করিম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, এনজিআর এর প্রোগ্রাম ম্যানেজার প্রদীপ হেমব্রম। এসময় আরো উপস্থিত ছিলেন, ৩নং ঝিলিম ইউনিয়ন পরিষদের ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ড সদস্য শওকতারা বেগম (সুইটি), বিলবৈলঠা আদিবাসী আদর্শ বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাজিব কোল সহ কোল সম্পদের লোকজন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তবে স্টেফান সরেন বলেন, আমরা কোল কমিউনিটির জন্য কোল কমিউনিটি লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার” এর উদ্বোধন করছি। আমরা(এনজিআর) সবসময় চিন্তা করি কোল সম্প্রদায়ের জন্য। যে আগামীতে এই কোল কমিউনিটি যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, উঠে দাড়াতে পারে, তাদের অধিকারের কথা বলতে পারে, নিজের কথা বলতে পারে। এটা আমাদের স্বপ্ন ছিল। আগামীতে আমাদের আরো পরিকল্পনা আছে।
তিনি আরো বলেন, এই লাইব্রেরীতে বই থাকবে। আমাদের স্বার্থকতা তখনি আসবে যখন এই কোল কমিউনিটির সদস্যরা লাইব্রেরীর বই গুলো পড়বে, জানবে, শিখবে। শুধু লাইব্রেরীতে বই সাজানো থাকলে হবে না। সেই বিদ্যাগুলো যখন মস্তিস্কে ধারণ করবে, সেইদিনই আমাদের স্বার্থকতা আসবে।
বিশেষ অতিথির বক্তবে এলিজাবেথ ও ডেনিয়েল বাকের বলেন, আজ আমাদের জন্য একটি আনন্দের দিন। কোল সম্প্রদায়ের জন্য আমরা একটা জায়গা তৈরি করতে পারলাম। যেখান থেকে তারা তাদের সম্প্রদায় সম্পর্কে আরো বেশি জানতে পারবে। তাদের সংস্কৃতিকে ধারণ করতে পারবে এবং এটা তাদেরকে আগামীতে আরো সুসংগঠিত হতে সহায়তা করবে।
রেডিও মহানন্দার সহকারি স্টেশন ম্যানেজার রেজাউল করিম বলেন, এই রকম প্রত্যান্ত অঞ্চলে কোল সম্প্রদায়ের জন্য লাইব্রেরী ও রিসার্চ সেন্টার। এটা তাদেরকে জ্ঞান অর্জন ও সংস্কৃতি চর্চায় সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবে।
অনুষ্ঠানে বিলবৈলঠা আদিবাসী আদর্শ বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাজিব কোল বলেন, এখানকার যে যুবক যুবতীরা আছে স্কুল-কলেজে যায় পড়াশোনা করতে পছন্দ করে, বই পড়তে পছন্দ করে, তাদের জন্য একটি জায়গা হলো। আমি আশা করি এখানকার কোল ভাষার কমিউনিটি এটার মাধ্যমে উপকৃত হবে। এজন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।