বাবা-মা সন্তানের বন্ধু হতে পারেন না অভিষেক বচ্চন

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ভালোবেসে ঘর বেঁধেছে ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে। এ সংসারে আরাধ্য নামে তাদের একটি কন্যাসন্তান রয়েছে। রুপালি পর্দায়ও অনেকবার বাবার চরিত্রে অভিনয় করেছেন অভিষেক। তার পরবর্তী সিনেমা ‘বি হ্যাপি’। এ সিনেমার গল্পও বাবা-মেয়েকে কেন্দ্র করে এগিয়েছে। সিনেমাটির প্রচারে গিয়ে সন্তানের সঙ্গে বাবা-মায়ের সমীকরণ নিয়ে কথা বলেছেন অভিষেক। বাবা-মায়ের ভূমিকাও ব্যাখ্যা করেছেন। এক পর্যায়ে অভিষেক জানান— বাবা-মা সন্তানের বন্ধু হতে পারেন না। অভিষেক বচ্চন বলেন, “অনেক সময় আমরা ভুলে যাই, একজন বাবা কীসের মধ্য দিয়ে যাচ্ছেন। আমার মনে হয়, পুরুষরা প্রকাশ করার ক্ষেত্রে খুব একটা ভালো না। এটি তাদের বড় একটি দুর্বলতা। তাদের খুব নীরবে যেকোনো দায়িত্ব বা চাপ গ্রহণ করে তা এগিয়ে নিয়ে যেতে হয়।”
সন্তানের কাছে বাবা কখনো মায়ের বিকল্প হতে পারেন। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, “বাবা কখনো মায়ের বিকল্প হতে পারে না। নারীরা উচ্চতর জাতি। কিন্তু একজন বাবার কাজকে অবহেলা করা উচিত নয়। মাঝে মাঝে বলা উচিত— বাবা হয়তো একজন মায়ের তুলনায় কিছুই না, কিন্তু তারা যথাসাধ্য চেষ্টা করেন।”
বাবা-মা সন্তানের বন্ধু হতে পারেন না বলে মনে করেন অভিষেক। তার ভাষায়, “সন্তানের সঙ্গে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়া উচিত। কিন্তু আপনি আপনার সন্তানের বন্ধু হতে পারবেন না। আপনি তাদের বাবা-মা। আপনি তাদের লালন-পালন, সুরক্ষা এবং তাদের পথ দেখাবেন। আপনাকে যথেষ্ট বন্ধুত্বপূর্ণ হতে হবে, যাতে তারা আপনার উপর আস্থা রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করে। আপনি প্রথম ব্যক্তি যাকে তারা ফোন করার কথা ভাববে, দিন শেষে আপনিই তাদের বাবা-মা।”
রেমো ডি’সুজা নির্মিত ‘বি হ্যাপি’ সিনেমায় সিঙ্গেল বাবার চরিত্রে অভিনয় করেছেন অভিষেক বচ্চন। বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন— নোরা ফাতেহি, নাসের, ইনায়েত ভার্মা, জনি লিভার প্রমুখ। আগামী ১৪ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে সিনেমাটি।