বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে শোকাহত শচীন-কোহলিরা

147

১০ দিনের ব্যবধানে সঙ্গীত জগতের আরো দুটি নক্ষত্র নিভে গেল। ভারতে ডিস্কো সঙ্গীতকে জনপ্রিয় করে তোলার অগ্রপথিক বাপ্পি লাহিড়ী বুধবার সকালে মারা গেছেন। গত ৬ জানুয়ারি কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের পর আরেক আইকনের মৃত্যুতে শোক ছেয়ে গেছে ভারতের ক্রিকেট অঙ্গনেও।

৮০ ও ৯০-এর দশকের ভারতীয় চলচ্চিত্রের পরিচিত মুখ ছিলেন গায়ক ও সুরকার বাপ্পি। বহু শারীরিক জটিলতা নিয়ে মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তার গান আর সুরে বিংশ শতাব্দিতে মেতে উঠেছিল গোটা ভারত। বাপ্পির মৃত্যু তাই শোকাচ্ছন্ন করে তুলেছে ক্রিকেটারদের মনও।

সোশ্যাল মিডিয়ায় শোক ও সমবেদনা জানিয়েছেন শচীন টেন্ডুলকার থেকে শুরু করে বিরাট কোহলিরা। লিজেন্ডারি ভারতীয় ব্যাটসম্যান শচীন টুইটারে লিখেছেন, ‘আমি সত্যিই বাপ্পি দার গান উপভোগ করতাম, বিশেষ করে ‘ইয়াদ আ রাহা হ্যায়’- ড্রেসিংরুমে অনেকবার শুনতাম। তার প্রতিভার পরিসীমা সত্যিই চমৎকার।’

ভারতের বর্তমান দলের ক্রিকেট তারকা কোহলি লিখেছেন, ‘ভারতীয় সঙ্গীত শিল্পের একজন আইকন। বাপ্পি লাহিড়ী আপনার অভাব অনেক বোধ করব, আপনি শান্তিতে ঘুমান।’

ভারতের সাবেক স্পিনার হরভজন সিংও শোকে আচ্ছন্ন, ‘বাপ্পি দার মৃত্যুতে খুব দুঃখ হচ্ছে। আপনার গানগুলো সবসময় আমাদের ড্রেসিংরুমে বাজানো হতো। তার পরিবার ও বন্ধুদের সমবেদনা জানাই।’

শোক প্রকাশ করেছেন যুবরাজ সিং, ‘কিংবদন্তি সঙ্গীত শিল্পী বাপ্পি লাহিড়ীর মৃত্যুর দুঃসংবাদ শুনলাম। তার মন্ত্রমুগ্ধকর গান ও সুরের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তার পরিবারের প্রতি সমবেদনা জানাই।’

ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন টুইট করেছেন, ‘বাপ্পি লাহিড়ীর মৃত্যুর খবর শুনে খুবই কষ্ট হচ্ছে। সেরা সঙ্গীতজ্ঞরা একের পর এক স্বর্গে পাড়ি দিচ্ছেন।’